- সারাদেশ
- অনির্দিষ্টকালের জন্য লক্ষ্মীপুর লকডাউন
অনির্দিষ্টকালের জন্য লক্ষ্মীপুর লকডাউন
অনির্দিষ্টকালের জন্য লক্ষ্মীপুর জেলায় লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল। লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ও বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষ লকডাউন মান্য করে ঘর থেকে বের হয়নি। তবে জরুরি প্রয়োজেন অল্প কিছু মানুষ বের হলেও আবার দ্রুত চলে গেছে ঘরে।
অপরদিকে জেলার রামগঞ্জ ও রামগতি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আব্দুল গফফর।
জেলা পুলিশ সুপার ড. এসএম কামরুজ্জামান জানান, সর্বসাধারণের স্বার্থে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলাবাসীর সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, করোনার বিস্তার রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সংক্রান্ত জেলা কমিটির সভায় লক্ষ্মীপুরকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
তিনি আরো আরো জানান, লকডাউনের সময় জেলায় জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে জেলার বাইর থেকে মানুষ বা যানবাহন প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। তবে জরুরি সেবা (চিকিৎসা, ওষুধ, কৃষি পণ্য,খাদ্য সামগ্রী ও গণমাধ্যমের যানবাহন) এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কেউ নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন