- সারাদেশ
- সীতাকুণ্ডে ব্যবসায়ী করোনায় আক্রান্ত, ৪৪ পরিবার লকডাউন
সীতাকুণ্ডে ব্যবসায়ী করোনায় আক্রান্ত, ৪৪ পরিবার লকডাউন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায়। ওই রোগীর বাড়িসহ আশপাশের ৪৪টি পরিবার লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় এক পীরের দরবারও লকডাউন করা হয়েছে। আক্রান্ত রোগী ওই পীরের দরবারে দোয়ার জন্য গিয়েছিলেন।
এর আগে সীতাকুণ্ডের গোডাউন রোডে এক করোনা রোগী শনাক্ত হয়েছিলো। তিনি নারায়ণগঞ্জে একটি বেসরকারি ব্যাংকের গার্ড ছিলেন। তারা দুইজনেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।
স্থানীয় মেম্বার মোস্তাকিম আরজু বলেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তির চট্টগ্রামের সাগরিকায় স্ক্র্যাপ লোহার পাইপের ডিপো রয়েছে। কয়েকদিন আগে ওই ব্যক্তির সাগরিকার বাসার পাশে একজন করোনায় শনাক্ত হলে তার বাসাসহ আশপাশের কয়েকটি বাসা লকডাউন করে প্রশাসন। এর মধ্যে সে অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে সঙ্গে নিয়ে শনিবার সকালে নিজ বাড়ি সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় আসেন।
স্থানীয় মেম্বাররা বিষয়টি জানতে পেরে স্ত্রীসহ তাকে করোনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রিপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডিতে) হাসপাতালে পাঠায়। স্ত্রী ও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট আসে পজেটিভ।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, ফৌজদারহাট এলাকায় একজন করোনা ভাইরাস পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। আমার ওই এলাকায় যাচ্ছি। তার বাড়িসহ ওই এলাকার আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে। যাতে তারা হোম কোয়ারেন্টাইনে থাকে। এর আগে গত বৃহস্পতিবার সীতাকুণ্ডের গোডাউন রোডে শনাক্ত হওয়া ব্যাংকের গার্ডও আইসোলেশনে আছেন।
মন্তব্য করুন