নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে করোনার উপসর্গ সর্দি, জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও রক্ত বমিতে আক্রান্ত হয়ে মো. আক্কাস (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার বাড়িসহ ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার বলেন, সোমবার সকালে তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করে বাড়ির সামনে লাল পতাকা ওড়ানো হয়েছে। নিহতের স্ত্রী, তিন ছেলে ও মা’কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

তিনি বলেন, নিহত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় ওই বাড়িটিসহ তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত বাড়িটির ৪টি পরিবার লকডাউন থাকবে। যদি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে বাড়ি থেকে লকডাউন তুলে নেওয়া হবে। আর পজেটিভ আসলে অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে শ্বাস কষ্টে ভুগছিলেন আক্কাস। গত কয়েকদিন ধরে শ্বাস কষ্টের সাথে সর্দি, জ্বর, ডায়রিয়া ও রক্ত বমিতে আক্রান্ত হয়। এরপর থেকে বাড়িতে ছিলেন তিনি। রোববার রাত ১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। আক্কাস হতদরিদ্র হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও ভালো ডাক্তার দেখানোর সুযোগ পায়নি বলে জানান স্থানীয়রা। 

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, নিহত ব্যক্তি সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেননি। যেহেতু উনার শরীরের করোনার কিছু উপসর্গ রয়েছে তাই শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) ফৌজদারহাট, চট্টগ্রামে পাঠানো হবে।