সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা গ্রাম থেকে ন্যায্যমুল্যের ১৭ বস্তা চাল জব্দ করা হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে খাদ্য অধিদপ্তর পুলিশ গ্রামের আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন

দু:স্থ দরিদ্রদের জন্য বরাদ্দকৃত প্রতি বস্তায় ৩০ কেজি করে ১৭ বস্তায় ৫১০ কেজি সরকারি চাল জব্দ করে খাদ্য অধিদপ্তর

অভিযানে আবুল হোসেন (৫০) আটক হন অভিযানের আগাম খবর পেয়ে ডিলার ফয়েজ উদ্দিন পালিয়ে যান

সলঙ্গা থানার ওসি .ডেড.এম.তাজুল হুদা জানান, রাতেই খাদ্য অধিদপ্তর থেকে মামলা করা হয়েছে উদ্ধারকৃত চালের প্রতি বস্তার গায়েখাদ্য অধিদপ্তরলেখা ছিল