করোনাভাইরাস জনিত দুর্ভোগে যখন প্রশাসন সবাইকে ঘরে থাকার জন্য মাইকিং করছে তখন ঈশ্বরদীতে একটি বিড়ি কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে রীতিমত মাইকিং করা হচ্ছে। 

সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই চালু করা হয়েছে ঈশ্বরদী শহরের গোকুল নগরে অবস্থিত আকিজ বিড়ির কারখানা। সেখানে প্রায় ১ হাজার শ্রমিককে সোমবারও কাজ করাতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

শ্রমিকদের কাজে যোগদানের জন্য রোববার বিকেলে গোকুল নগরসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়। 

সোমবার সকাল ৬টা থেকে এই বিড়ি কারখানায় গাদাগাদি করে কাজ করেছেন শ্রমিকরা। 

জানা গেছে, করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে গত ২৬ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মত ঈশ্বরদীর গোকুল নগরে অবস্থিত আকিজ বিড়ি কারখানা বন্ধ করে রাখা হয়েছিল। এরইমধ্যে হঠাৎ এলাকায় মাইকিং করে চালু করা হয়েছে এই বিড়ি কারখানা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক জানান, চাকরি হারানোর ভয় দেখিয়ে তাদের কাজে যেতে বাধ্য করা হয়েছে। 

শ্রমিকরা আরও অভিযোগ করেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবের সময় কারখানায় কাজের জন্য তাদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়নি। মানা হয়নি সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। 

এ বিষয়ে আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপক আলমগীর কবীর মাইকিং করে কারখানা চালুর কথা স্বীকার করে বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক অনুমতিতে কারখানা চালু করা হয়েছে। 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে কেউ কারখানা চালু করলে সেখানে পুলিশের কোনো অনুমতির প্রয়োজন নেই। 

উপজেলা নির্বাহী অফিসার মো. শিহাব রায়হান জানান, বিষয়টি তিনি ওসির মাধ্যমে জেনেছেন। ঊর্ধ্বতন মহলে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।