- সারাদেশ
- নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে পালানো রোগী আটক
নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে পালানো রোগী আটক

নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগী গভীর রাতে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছেন। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে রোববার রাতে পালানো ওই রোগীকে সোমবার দুপুরে আটক করেছে পুলিশ।
নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ভানাবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে আহাদ হোসেন (২২) অসুস্থতা নিয়ে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় আহাদ ও তার স্বজনরা ডাক্তারের কাছে করোনার উপসর্গ গোপন করে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি রোগীর পরীক্ষা নিরীক্ষা করে তার জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ দেখতে পান। পরে তিনি তাকে হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে এক ঘণ্টা থাকার পর রাতে পালিয়ে যান রোগী।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেন, সকালে ভর্তি রোগীর রেজিস্ট্রার থেকে ওই রোগীর নাম, ঠিকানা সংগ্রহ করে বেগমগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করা হয়।
রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম বলেন, তাকে এ ব্যাপারে কেউ কিছু বলেনি। তবে বিষয়টি দু:খজনক। ওই ব্যক্তির মাধ্যমে পুরো গ্রামে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি গ্রাম পুলিশের মাধ্যমে এ ব্যাপারে খবর নিবেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার দাস বলেন, তিনি বিষয়টি জেনেছেন। হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে এ ব্যাপারে খোঁজখবর নেবেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, জেনারেল হাসপাতাল থেকে রোগীর নাম, ঠিকানা পেয়ে সোমবার দুপুরে রোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে হাসপাতালে আনার জন্য পুলিশ চেষ্টা করছে। তবে ওই ব্যক্তি হাসপাতালে আসতে চাচ্ছেন না।
মন্তব্য করুন