সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশনা অমান্য করে করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকা থেকে ঘুরে আসায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার থেকে উপজেলা পরিষদের ডরমিটরির একটি কক্ষে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ঢাকা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। উপজেলা প্রকৌশলী সেই এলাকা থেকে ঘুরে আসায় তার করোনা আক্রান্তের ঝুঁকি রয়েছে। এমনকী তার সংস্পর্শে আসলে উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারীরও সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে তাকে উপজেলা পরিষদের ডরমিটরির একটি কক্ষে লকডাউন করে রাখা হয়েছে। সেখানে বিশেষ ব্যবস্থায় তাকে খাবার সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, ১৪ দিন তিনি সেখানে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ফেরায় সোহেল আনোয়ারকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়।
এদিকে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে পারিবারিক কাজে ৭ এপ্রিল তিনি ঢাকায় গিয়েছেন। শনিবার থেকে তিনি যথারীতি কর্মস্থলে রয়েছেন।  
তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী রশিদ আহমেদ জানান, কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ারের কর্মস্থল ত্যাগ করে ঢাকায় যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকতে সরকার ২২ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করেন।