- সারাদেশ
- সিরাজদীখানে আরও একজনের করোনা শনাক্ত
সিরাজদীখানে আরও একজনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) স্থানীয় স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করেছে।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. বদিউজ্জামান জানান, রোববার পাঠানো নমুনা থেকে মুন্সীগঞ্জের সিরাজদীখানের একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ, তার বয়স ৪৪। এ নিয়ে সিরাজদীখান উপজেলায় করোনায় সংক্রমণ হলো দুইজনের।
সিরাজদীখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশফিকুন নাহার জানান, কোভিড-১৯ আক্রান্ত এই রোগী আপাতত বাড়িতেই আছেন। গত ১২ দিন ধরেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। উপসর্গ পাওয়ার পর থেকেই তিনি নিজ ঘরে আছেন। তাই সেখানে কোন বাড়িঘর লকডাউন আপাতত করতে হচ্ছে না।
মন্তব্য করুন