- সারাদেশ
- ফরিদপুরে কৃষক ও কৃষাণীর মাঝে মাস্ক বিতরণ
ফরিদপুরে কৃষক ও কৃষাণীর মাঝে মাস্ক বিতরণ

নভেল করোনাভাইরাসের হাত থেকে কৃষক ও কৃষাণীদের সুরক্ষা দিতে মাঠে মাঠে গিয়ে সচেতন এবং মাস্ক বিতরণ করছে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বিভিন্ন ফসলের মাঠে পেঁয়াজ বীজ তোলায় কর্মরত কৃষক কৃষানীদের মাঝে মাস্ক বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রিফাতুল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, পেঁয়াজ বীজ উৎপাদন কারী কৃষানী সাহেদা বেগম, আদর্শ কৃষক মো. বক্তার হোসেন খান প্রমুখ।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে যাতে কৃষক ও কৃষাণী তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি জানান, কৃষকরা যাতে ফসল সঠিকভাবে ঘরে তুলতে পারে সেদিকেও খেয়াল রাখছেন তারা।
মন্তব্য করুন