খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন সড়কে দেওয়া ব্যারিকেড অপসারণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অন্যথায় যারা ব্যারিকেড দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কিছু লোকজন বিভিন্ন সড়কের দুইপাশে বাঁশ, কাঠ, বেঞ্চসহ বিভিন্ন জিনিস দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ওই সড়কগুলোতে জীবানুনাশক পানি স্প্রে করা সম্ভব হচ্ছে না। সড়কের দুই মাথায় ব্যারিকেড দেওয়ায় ওই সড়কের লোকজন ইচ্ছামতো এবং অহেতুক সড়কে বের হচ্ছে। খোলা রাখা হচ্ছে চায়ের দোকান, চলছে আড্ডা। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলোও ওই সড়কগুলোতে ঢুকতে পারছে না।

অবশেষে বিষয়টি খুলনা জেলা প্রশাসনের নজরে এসেছে। সোমবার খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন এক বিজ্ঞপ্তিতে বলেছেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নগরী ও জেলার বিভিন্ন সড়কে ব্যক্তি উদ্যোগে বাঁশ বা অন্যান্য উপকরণ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরণের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বেআইনী। অবিলম্বে এসব ব্যারিকেড সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় ব্যারিকেড সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা (জেল, জরিমানা ইত্যাদি) গ্রহণ করা হবে।