- সারাদেশ
- দিনাজপুরে চাল চুরির ঘটনায় ১জন আটক, ১৫ দিনের কারাদণ্ড
দিনাজপুরে চাল চুরির ঘটনায় ১জন আটক, ১৫ দিনের কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুরে খাদ্যবান্ধব কর্মসুচির চাল চুরির ঘটনায় সাড়ে ৫ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুলতান মাহমুদ (৪৫)। তিনি উপজেলার দিওড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচিরর চাল ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার ওই এলাকায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় মানুষের মাঝে চাল বিতরণের তারিখ ছিল। কিন্তু বিতরণের আগেই সাড়ে ৫ বস্তা চাল মতিন নামের একজন নিয়ে যাচ্ছিল। এ সময় এলাকাবাসী বস্তাগুলো আটক করলে চাইলে ম্যানেজার সুলতান মাহমুদ তাতে বাধা দেয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে মতিন ও চাল ডিলার মোতাহার হোসেন পালিয়ে যান। এ সময় ডিলারের ম্যানেজার সুলতান মাহমুদকে আটক করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে সুলতান মাহমুদকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ম্যানেজার সুলতানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এছাড়াও ডিলারসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন