- সারাদেশ
- প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে গ্রেপ্তার ৩ যুবক
প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে গ্রেপ্তার ৩ যুবক

প্রতীকী ছবি
চট্টগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশ এনায়েত বাজার মোড় থেকে ওদের গ্রেপ্তার করে। এরা হলেন- শাহীন ইসলাম, মো. ইলিয়াছ এবং মো. আলভী।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, করোনার সময় সন্ধ্যার পর তিন যুবক বাসায় না থেকে মোটরসাইকেলে চড়ে ঘোরাঘুরি করছিল। এনায়েত বাজার মোড়ে পুলিশ দেখে পালানোর সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে দন্ডবিধির ২৬৯ ধারায় মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় রাষ্ট্রপতির নির্দেশে সন্ধ্যার পর ঘরের বাইরে থাকা এবং নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর চট্টগ্রামে এই প্রথম অযথা ঘোরাঘুরির জন্য ফৌজদারি মামলা দায়ের হলো।
মন্তব্য করুন