পাবনার সুজানগরে আপন বড়ভাই মো. রবিউল ইসলামের ছুরিকাঘাতে ছোটভাই হৃদয় হোসেন (১৮) খুন হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের চরগজারিয়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মো. মজিবর রহমানে ছেলে।

মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের দন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে।

সুজানগর থানা ওসি মো. বদরুদ্দোজা জানান, খুন করার পরই ঘাতক রবিউল ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।