- সারাদেশ
- দরিদ্রদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ডিসি হারুনের
দরিদ্রদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ডিসি হারুনের

ত্রাণ বিতরণ করছেন নওগাঁর ডিসি -সমকাল
নওগাঁয় মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় কর্মহীন, শ্রমজীবী ও হতদরিদ্র পরিবারগুলোর মাঝে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল ও নগদ টাকা জেলা প্রশাসনের মাধ্যমে জেলার ১১ উপজেলায় বিতরণ করা হচ্ছে। সেই সঙ্গে সরকারের পাশাপাশি ত্রাণ সহায়তায় বেশি বেশি করে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মো. হারুন অর রশীদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কর্মহীন ও অসহায়-দরিদ্র মানুষদের সুষ্ঠু তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৭৬ হাজার ৫০০ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতির আলোকে এই কার্যক্রম চলমান থাকবে। শুধু তাই নয় করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলায় প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমাণ আদালত, ছয়টি সেনা টহল দল ও ১২ শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিক কাজ করছে। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ডিসি জানান, সোমবার পর্যন্ত জেলার ১১ উপজেলায় সামাজিক দুরত্ব ভঙ্গের কারণে এক হাজার ১৩৫ জনের কাছ থেকে ৬ লাখ ৩ হাজার ৪৪৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টিন ভঙ্গের দায়ে ২৮ জনের কাছ থেকে ১ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সকল কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন