- সারাদেশ
- সিলেট ওসমানী হাসপাতালের ১৯ চিকিৎসকসহ ৪৪ জন কোয়ারেন্টাইনে
সিলেট ওসমানী হাসপাতালের ১৯ চিকিৎসকসহ ৪৪ জন কোয়ারেন্টাইনে

ফাইল ছবি
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ চিকিৎসকসহ ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত প্রসূতির সংস্পর্শে এসেছিলেন তারা। এদের মধ্যে চিকিৎসক ছাড়াও ১৪ জন সেবিকা ও ১১ জন হাসাপাতালের স্টাফ রয়েছেন।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, কোয়ারেন্টাইনে যাওয়া চিকিৎসকসহ সবাই এখন পর্যন্ত সুস্থ আছেন। তবে সবার করোনাভাইরাস পরীক্ষা করা হবে। তারা সবাই চিকিৎসার প্রয়োজনে আক্রান্ত প্রসূতির সংস্পর্শে গিয়েছিলেন বলে জানান তিনি।
ডা. হিমাংশু লাল রায় বলেন, ১৯ চিকিৎসকসহ ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলেও ওসমানী হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সেবার তেমন প্রভাব পড়বে না। এই ওয়ার্ডে সেবা অব্যাহত থাকবে। ওই প্রসূতিকে আলাদা রাখায় হাসপাতালের অন্য রোগীদের আক্রান্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
করোনাআক্রান্ত প্রসূতির (২৫) বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়। দশ দিন আগে তার স্বামী নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছিলেন। ওসমানী হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার পর প্রসূতির শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। রোববার তার নমুনা পরীক্ষা হয়। সোমবার সকালে প্রসূতি নারী করোরাআক্রান্ত নিশ্চিত হওয়ার পর তাকে নবজাতকসহ নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন