দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের ভয়ে দৌড়াতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। দিনমজুর সাইফুল ইসলাম উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধা সাড়ে ৭টার দিকে উত্তর কৃষ্ণপুর কাউসালির মোড়ে আসেন দিনমজুর সাইফুল ইসলাম। একটু পর মোড়ে টলহ পুলিশ এসে ধাওয়া দিলে অনান্য মানুষের সঙ্গে সাইফুল ইসলামও দৌড় দেন। দৌড়ে গিয়ে একই এলাকার আমিনুল নামে একজনের বাড়িতে গিয়ে দাঁড়ান, কিন্তু সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সাইফুল ইসলামকে হারিয়ে এখন দু’টি সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাইফুল ইসলামের স্ত্রী রেখা বেগম। সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায় রেখা বেগম ও তার ১০ বছর বয়সী ছেলে রিবনুর মন্ডল ও ৮ বছর বয়সী মেয়ে সুরাইয়া খাতুনের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। 

সাইফুল ইসলামের স্ত্রী রেখা বেগম বলেন, মজুরির টাকা নেওয়ার জন্য সন্ধ্যায় মোড়ে গিয়েছিলেন সাইফুল। গত এক বছর থেকে সাইফুল হৃদরোগে ভুগছিলেন। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইফুলের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন, সন্ধ্যার পর উত্তর কৃষ্ণপুর মোড়ে বাজার বসেছে এমন খবর পেয়ে সেখানে এসআই বনমালীর নেতৃত্বে পুলিশ গিয়ে লোকজনকে চলে যেতে বলে। সেখানে পুলিশ কাউকে ধাওয়া করেনি বরং লোকজন নিজেরাই দৌড় দিয়ে পালিয়ে যায়।