- সারাদেশ
- কাটা পা নিয়ে মিছিল, সেই সংঘর্ষের ২ দলনেতা গ্রেপ্তার
কাটা পা নিয়ে মিছিল, সেই সংঘর্ষের ২ দলনেতা গ্রেপ্তার

গ্রেপ্তার জিল্লুর (বায়ে) ও কাউসার -সমকাল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই গ্রুপের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু মেম্বার গ্রুপের বর্তমান দলনেতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগানে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার কর হয়।
অন্যদিকে মোসলেম মেম্বার গ্রুপের বর্তমান দলনেতা মোহাম্মদ আবু কাউছার মোল্লাকে রোববার গভীর রাতে আশুগঞ্জের বাকেরঘর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর, হাজীর হাটি, সাতঘর হাটি ও থানাকান্দি চারটি গ্রামে গত ৩৫ বছর যাবত এই দন্দ্ব চলে আসছে। ওই দুই গ্রুপই এ চারটি গ্রামকে নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়, ওই দুই দলনেতাসহ পুলিশ সংঘর্ষে জড়িত ৪২ জনকে গ্রেপ্তার করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই চারটি গ্রাম এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) মোকবুল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ওই দুই নেতাসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাটা পা নিয়ে মিছিলকারীদের পুলিশ খুঁজছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার কাউছার মোল্লা গ্রুপের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে প্রায় অর্ধশত লোক আহত হয়। আবু মেম্বারের বাড়িসহ প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়িঘরে লুটপাট চালানো হয়। হামলাকারীরা জিল্লুর চেয়ারম্যান গ্রুপের মোবারক হোসেনের (৪৫) পা কেটে নিয়ে যায়। সেই পা নিয়ে মিছিল করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
মন্তব্য করুন