কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পরীক্ষাগারে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। 

জেলায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার এটিই প্রথম ঘটনা বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোমেনুল ইসলাম জানান, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুরান টাপুরচর এলাকার অধিবাসী এবং ওই এলাকার একটি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীটি চলতি বছরের ১৫ মার্চ ঢাকার সাভারে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে শারীরিক দুর্বলতা ও সর্দি নিয়ে গত ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসে। এরপর সে ক্রমান্বয়ে সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথায় কাহিল হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট টিম তার বাড়িতে গিয়ে গত শনিবার নমুনা সংগ্রহ করে। সোমবার তার ফলাফল পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, ওই কিশোরকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে করোনাভাইরাসে আক্রান্ত ওই কিশোরের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, রোববার নমুনা সংগ্রহের পাশপাশি পরিবারের ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে বাড়িটি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন ডা.মোঃ হাবিবুর রহমান জানান, জেলা থেকে এ পর্যন্ত ১১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে সোমবার বিকেল পর্যন্ত ৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে ৪৩ জনের নেগেটিভ এবং ১ জনের পজিটিভ এসেছে। এটিই জেলায় করোনা শনাক্ত হওয়ার প্রথম ঘটনা।