- সারাদেশ
- ত্রাণের দাবিতে কর্মহীনদের বিক্ষোভ
ত্রাণের দাবিতে কর্মহীনদের বিক্ষোভ

বিক্ষোভকারীদের একাংশ -সমকাল
খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছেন করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। সেমাবার দুপুরে শহরের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এসময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করলেও তা সবার কাছে পৌঁছাচ্ছে না।
শহিদুল নামে এক বৃদ্ধ অভিযোগ করেন, একাধিকবার জনপ্রতিনিধিদের বাড়ি ও অফিসে গিয়েও খাদ্য সহায়তা পাননি তিনি।
এদিকে দুপুরে যশোর-বেনাপোল সড়কের রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আকতারের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌছে দেবার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। পরে সকলে সড়ক ছেড়ে ঘরে ফিরে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আকতার বলেন, খাদ্য সহায়তা না পাওয়া পরিবারের তালিকা করা হয়েছে। জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেবে।
মন্তব্য করুন