সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশে খোলা আকাশের নিচে সোমবার দুপুরে ৭ বস্তা চাল পড়ে ছিল। খবর পেয়ে মালিকবিহীন অবস্থায় পুলিশ সোমবার বিকেলে তা জব্দ করে। 

চালগুলোর প্রকৃত মালিক কে বা কারা এভাবে ফেলে রেখে গেছে, তা জানা যায়নি। চালগুলোর বিষয়ে দায় নিতে চাচ্ছে না কেউই। চালগুলো নিজেদের নয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস, ডিলার আকতার হোসেন ও স্থানীয় গম-চাল ব্যবসায়ী আক্কাস আলী। 

এদিকে কেউ দায়িত্ব না নিলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। দৌলতপুর ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস বলেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে সরকারিভাবে আমি ৫ মেন্ট্রিক টন চাল বরাদ্দ পেয়েছিলাম। মেম্বর ও ট্যাগ অফিসারদের মাধ্যমে সেসব ইউনিয়নের ৫’শ দু:স্থ ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেছি। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য কে বা কারা আমার ইউনিয়ন পরিষদের পাশে চালগুলো ফেলে রেখে গেছে বলে ধারণা করছি।’ 

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মালিকবিহীন অবস্থায় চালের বস্তা উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এ প্রসঙ্গে বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে। পুলিশ অবশ্যই এটি তদন্ত করে দেখবে।