হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। গত শনিবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর একটি হসপিটালে ভর্তি হওয়ার পর হঠাৎ সোমবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়। 

অবশেষে আল্লামা শফী যে বেঁচে আছেন ও আগের চেয়ে সুস্থ আছেন সে বিষয়টি জানানোর জন্য তার বড় ছেলে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীর একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডিতে আপলোড করা হয়েছে। 

সোমবার রাত নয়টায় এ বিষয়ে জানতে চাইলে মাওলানা আনাস মাদানী সমকালকে বলেন, কয়েকদিন ধরে মুখে কিছু খেতে পারছিলেন না বাবা। এই জন্য গত শনিবার চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে বাবাকে তাকে ভর্তি করাই। তিনি ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ও আগের চেয়ে সুস্থ আছেন। কিন্তু একটি কুচক্রি মহল বাবাকে নিয়ে হঠাৎ সোমবার বিকেল থেকে বিভিন্নভাবে বানোয়াট ও মিথ্যা কথা প্রচার করছে। এমনকি চক্রটি বাবা মারা গেছেন এমন গুজবও ফেসবুকের বিভিন্ন আইডিতে প্রচার করছে। গুজবটি সর্বত্র ছড়িয়ে পড়ায় কওমী অঙ্গনসহ বাবা পছন্দ করেন এমন সবাইকে হতাশ ও উদ্বিগ্ন করে তোলে। অথচ সোমবার বাবাকে চিকিৎসার বিষয়ে কয়েকজন অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি আগের চেয়ে সুস্থ আছেন। 

মাওলানা আনাস মাদানী হেফাজত আমীরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।