সরকারি ত্রাণের চাল চুরিতে জড়িতদের 'ক্রসফায়ারে' দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। সোমবার সুজনের নেতৃত্বাধীন সামাজিক সংগঠন 'নাগরিক উদ্যোগ'-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেন তিনি। 

এর আগে রোববার রাতে ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের সময় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক লাইভে সুজন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। কিন্তু সরকারের এসব কর্মসূচি বাধাগ্রস্ত করছে কিছু ব্যক্তিবিশেষ। ত্রাণের চাল চুরির মতো ঘৃণ্য কর্মকাণ্ডে যারা জড়িত, সে যেই হোক তাকে ক্রসফায়ারে দেওয়া হোক। মানুষের অসহায়ত্ব নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। 

সুজন আরও বলেন, কিছুদিন ধরে খবর পাচ্ছি, চট্টগ্রামের বিভিন্ন সরকারি খাদ্যগুদাম থেকে হাজার হাজার টন খাদ্যশস্য রাতের আঁধারে বাইরে পাচার হয়ে যায়। তদন্ত করে এতে জড়িতদের নাম-পরিচয় গণমাধ্যমে প্রকাশের দাবি জানান তিনি।