বরিশালের আগৈলঝাড়ার গৈলায় নারায়াণগঞ্জফেরত দুই পোশাক শ্রমিকের বাড়িতে গ্রামবাসীর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। 

উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দুই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে প্রশাসন। আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে ফেরেন দুই নারী শ্রমিক। তারা করোনায় আক্রান্ত হয়ে বাড়ি এসেছেন- এমন গুজব ছড়িয়ে পড়লে দুপুরে শতাধিক গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। গ্রামবাসী ওই দুই বাড়িতে ইটপাটকেল ছোড়ে এবং তাদের গালাগাল করে। পরে স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।