- সারাদেশ
- মেহেরপুরে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, দশ বাড়ি লকডাউন
মেহেরপুরে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, দশ বাড়ি লকডাউন

মেহেরপুরের মুজিবনগরে একজন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বুধবার সকালে মেহেরপুরের সিভির সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ফলাফলে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আক্রান্ত ব্যক্তির ভাড়া বাড়ি সহ আশপাশের দশ বাড়ি লকডাউন করা হয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। ইতোমধ্যে করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীর সহকর্মীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির ভাড়া বাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাকে প্রাথমিক অবস্থায় তার ভাড়া বাড়িতেই চিকিৎসা সেবা নেয়ার জন্য বলা হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তার চিকিৎসা ও সার্বিক বিষয় দেখভাল করবে। কাউকে আতংকিত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মেহেরপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৬৯ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৭ জন। ওই ১৭ জন সম্প্রতি তাবলীগ জামাত থেকে ফিরে আসায় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার ব্যাবস্থা করেন। মেহেরপুর সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন একজন। তবে তার রিপোর্ট মঙ্গলবার নেগেটিভ এসেছে। মেহেরপুরের সিভিল সার্জন আবারও জেলাবাসীকে ঘরে থাকার জন্য বারবার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন