- সারাদেশ
- টঙ্গীতে ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
টঙ্গীতে ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

টঙ্গীতে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মন্জু এর নেতৃত্বে প্রায় ৩৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী দত্তপাড়া চাঁনকির টেক এলাকার মাঠ থেকে ধান কেটে কৃষকদের বাড়িতে তুলে দেন।
কৃষক আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন। এ সময় সাহায্য করতে আসে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ধান কাটা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব করে দিয়েছে তারা।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন-টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিশির, ফিরোজ সরদার, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম রায়হান, সুমন ইসলাম জয়, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান, প্রচার সম্পাদক রাকিব হোসেন ও যুবলীগ নেতা আমির হামজা প্রমুখ।
মন্তব্য করুন