খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। হাসপাতালের করোনা ইউনিটের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার রাত একটার দিকে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়। তিনি কিডনির রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।