মাগুরা জেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। তার বয়স ৩০ বছর। বাড়ি সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে। ওই ব্যক্তি করোনা শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে মৃগিডাঙ্গা গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বুধবার সকালে সমকালকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. কুমার সাহা জানান, মাগুরায় এ পর্যন্ত ১০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনার মধ্যে ৯১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে মাগুরায় এই প্রথম একজনের শরীরে করোনার উপস্তিতি পাওয়া গেল। ৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি পেশায় একজন গামেন্টস কর্মী। তিনিসহ একই পরিবারের ৪ জন সম্প্রতি আশুলিয়া থেকে মাগুরার নিজ বাড়ি মৃগিডাঙ্গা গ্রামে এসেছেন। আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো উপসর্গ না থাকলেও মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ ঢাকা ফেরত চার গার্মেন্টস কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠায়। সেখান থেকে একজনের করোনা পজেটিভ আসে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মৃগিডাঙ্গা গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।