- সারাদেশ
- কুড়িগ্রামে ২৪ ঘন্টায় আরও ৩০ জন হোম কোয়ারেন্টাইনে
কুড়িগ্রামে ২৪ ঘন্টায় আরও ৩০ জন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৬২ জনকে। এদিকে মেয়াদ শেষ হওয়ায় ৪৮৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল বিকেল পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৩০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে রৌমারীর ১৭ বছর বয়সী এক কিশোর, ফুলবাড়ীর ৩০ বছর বয়সী এক যুবক এবং সদর উপজেলার ৪৫ বছর বয়সী এক ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন বলেন, আক্রান্তদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, জেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকে জেলায় এ পর্যন্ত ১ হাজার ২৭০ মেট্রিক টন চাল, ৫৯ লাখ টাকা ৮৫ হাজার টাকা ও শিশু খাদ্যের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৯০০ মেট্রিক টন চাল ও ৪০ লাখ টাকা বিতরণ শেষ হয়েছে। বরাদ্দের অবশিষ্ট টাকা ও চাল বিতরণের কার্যক্রম অব্যাহত আছে।
মন্তব্য করুন