বরিশালের বাবুগঞ্জে নতুন করে ডাক্তার-নার্সসহ ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এর মধ্যে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই রয়েছেন ৭ জন।

নতুন আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, একজন সিনিয়র স্টাফ নার্স এবং উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার।

এর আগে গত বৃহস্পতিবার ওই স্বাস্থ্যকেন্দ্রের ওয়ার্ড বয়, অফিস সহকারী ও ক্লিনারসহ ৫ জনের করোনা ধরা পড়ে।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসাদ আদনান উপল জানান, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে (করোনা পরীক্ষাগার) পাঠানো হয়। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সসহ ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে।

গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, চতুর্থ শ্রেণির এক কর্মচারী এবং ভর্তি থাকা ব্রাহ্মণদিয়া গ্রামের এক নারী রোগীর শরীরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়। এর আগে করোনাভাইরাস শনাক্ত হওয়াদের মধ্যে রাকুদিয়া গ্রামের ৯ বছরের এক শিশু ও কেদারপুর গ্রামের ৭০ বছরের এক বৃদ্ধ রয়েছেন।