যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পঞ্চম দিনের পরীক্ষায় ৬৫টি নমুনার মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নড়াইলের চারজন চিকিৎসকও রয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে যশোরের সিভিল সার্জন নিশ্চিত করেছেন, জেলায় নতুন করে চারজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
যবিপ্রবির জেনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত জেলার সন্দেহভাজন রোগীদের ৬৯টি নমুনা আসে। তার মধ্যে ৬৫টি নমুনা পরীক্ষার ফল নিশ্চিত হওয়া গেছে। এর ১৩ টিই পজেটিভ। বাদবাকি ৫২টি নেগেটিভ। তিনি জানান, ১৩টি পজেটিভ নমুনার মধ্যে যশোর জেলার চারটি, কুষ্টিয়ার দুটি, মেহেরপুরের একটি, মাগুরার একটি এবং নড়াইলের পাঁচটি রয়েছে। নড়াইলের পাঁচটি নমুনার মধ্যে চারটিই চিকিৎসকের।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত নড়াইলের চার চিকিৎসক একই হাসপাতালে কর্মরত। আর যশোরের যে চারজন করোনা শনাক্ত হলেন, তাদের মধ্যে ২ জন চৌগাছা উপজেলার, একজন যশোর সদরের এবং অন্যজন শার্শার বেনাপোলের।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার থেকে করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রথম চার দিনের নমুনাগুলোতে একটিও পজেটিভ রিপোর্ট আসেনি। পঞ্চম দিনে এসে ১৩ করোনা রোগী শনাক্ত হলেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি জেনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার নতুন কিট দিয়ে নমুনা পরীক্ষা করা হয়। এদিন সরকারের পক্ষ থেকে ৪৮০টি কিট পায় যবিপ্রবি। এর আগে শুক্রবার নমুনা পরীক্ষার শুরুতে ৪০০টি কিট সরবরাহ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়টিকে