টাঙ্গাইলের সখীপুরে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুটি বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে ডিলার এসএম ইব্রাহীম পালিয়ে গেছেন। তবে বাড়ির মালিক মো. হাসেন মিয়া (২৭) ও ঠান্ডু মিয়াকে (৪৫) আটক করা হয়।

টাঙ্গাইল ডিবি পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত জানান, অভিযান চালিয়ে হাসেন মিয়ার বাড়ি থেকে সাত বস্তা ও ঠান্ডু মিয়ার বাড়ি থেকে পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ওই চাল অন্যত্র পাচারের জন্য রাখা হয়েছিল। ডিলার এসএম ইব্রাহীমের চালের বিক্রয়কেন্দ্র ভাতকুড়া বাজার। হাসেন মিয়া ও ঠান্ডু ভাতকুড়া গ্রামের বাসিন্দা।