- সারাদেশ
- বাড়িতেই সুস্থ আছেন উল্লাপাড়ার এক করোনা পজেটিভ
বাড়িতেই সুস্থ আছেন উল্লাপাড়ার এক করোনা পজেটিভ
করোনার জীবাণু শরীরে বহন করলেও বেশ সুস্থ আছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের এক তরুণ। বুধবার দুপুরও বেশ প্রাণবন্ত দেখা গেছে তাকে। ওই তরুণের প্রতিবেশী উল্লাপাড়ার বন্যাকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক মাসুদ রানা এ তথ্য জানান।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি আসেন ওই তরুণ। পরে তার নমুনা সংগ্রহ করে মঙ্গলবার পরীক্ষার পর পজেটিভ হওয়ায় তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগপ্রতিরোধ ক্ষমতা বেশ ভালো হওয়ায় সুস্থ আছেন তিনি। ডা. আনোয়ার জানান, পোশাককর্মী ওই তরুণের পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।
রাজশাহী বিভাগীয় করোনা শনাক্তকরণ বিশেষজ্ঞ দলের প্রধান ডা. লিয়াকত আলীর নেতৃত্বে একটি দলের আবার উল্লাপাড়ায় আসার কথা দ্বিতীয় দফা ওই তরুণের নমুনা পরীক্ষার জন্য।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে কাজিপাড়া গ্রামসহ পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতেই ওই তরুণের বাড়ি ও তার স্বজনদের বাড়িতে লাল পতাকা টানিয়ে চিহ্নিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর ৩৪টি নমুনা পরীক্ষার ফল এসেছে। উল্লাপাড়ার ওই পোশাককর্মীর নমুনা পজেটিভ এবং বাকিগুলোর নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় ৮২টি নমুনা পরীক্ষা করে দু’টি পজেটিভ পাওয়া গেছে।
মন্তব্য করুন