- সারাদেশ
- চন্দনাইশে ১০ মাস বয়সী শিশুর শরীরে করোনা
চন্দনাইশে ১০ মাস বয়সী শিশুর শরীরে করোনা

চট্টগ্রামের চন্দনাইশে ১০ মাস বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) তার নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের শরীরে করোনা রোগ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ মাস বয়সী একটি শিশু রয়েছে। সে চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই জ্বর আসতো করোনা আক্রান্ত ওই শিশুর শরীরে। এ নিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়। সেখানে কিছুটা উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। কিন্তু সম্প্রতি তার আবার প্রচণ্ড জ্বর আসায় পুনরায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৭ এপ্রিল শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে ওই শিশুর শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে।
বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হাসান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান।
বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসন পূর্ব জোয়ারা এলাকায় করোনা শনাক্ত হওয়া শিশুটির বাড়ি লকডাউন করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।
মন্তব্য করুন