নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে করোনা শনাক্ত হওয়া চতুর্থ ব্যক্তি তারেক আজিজ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকাবাসী জেনে যাওয়ায় পালিয়ে গেছেন। ফলে বিভিন্ন স্থানে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রশাসন। 

মঙ্গলবার রাতে তিনি কাঁচপুর থেকে পালিয়েছেন। তিনি যশোর জেলার গৌরবনা থানার আকব হাদি গ্রামের বাসিন্দা আবু তালেবের ছেলে।

শনিবার আইইডিসিআর থেকে করোনা শনাক্তের রিপোর্ট অনুযায়ী তারেক আজিজ করোনা রোগী  শনাক্ত হন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, রিপোর্টে রোগীর বিস্তারিত কিছুই না থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি।

শনাক্ত হওয়া ব্যক্তি তারেক আজিজ কাঁচপুরের মতিন খাঁন প্লটে লোহার গেট সংলগ্ন ইসমাইল মিয়ার ফরাজী ভিলা নামে একটি আবাসিক ভবনের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আমাদের কাছে তার ঠিকানা না থাকায় তিনি কয়েকদিন আত্মগোপনে ছিলেন। করোনা পজেটিভ আসায় তিনি কাঁচপুর থেকে পালিয়েছেন। তার গ্রামের বাড়ির স্থানীয় প্রশাসনকে বিষয় জানানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

বাড়ির মালিক ইসমাইল মিয়া জানান, আজিজের জ্বর, ঠাণ্ডা ও কাশি ছিল। বেশ কিছুদিন স্থানীয় হাসপাতাল ও ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেছিলেন তিনি।