- সারাদেশ
- খাবার পেল অনাহারী ৫০০ বানর
খাবার পেল অনাহারী ৫০০ বানর

ছবি: সমকাল
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে দীর্ঘকাল ধরে শত শত বানর বসবাস করে আসছে। আশপাশে জনবসতি গড়ে উঠলেও এখানকার বানরগুলো স্থান পরিবর্তন করেনি। বানরগুলো প্রতিনিয়ত এক গাছ থেকে অন্য গাছে, এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে লাফিয়ে খেলা করে বাজারটিকে মাতিয়ে রাখে।
কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বরমী বাজারের শ-পাঁচেক বানরের এখন চরম দুঃসময়। দোকানপাট বন্ধ। বাসাবাড়ি লকডাউন। বানরগুলো বটের ছায়ায় বসে কখনও নীরব কখনও আবার সরবে কেঁদে উঠছে। খাবার ছিনিয়ে নেওয়ারও কোনো পথ খোলা নেই ওদের। ফলে ধুঁকে ধুঁকে মরছে বানরগুলো।
কিছু দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাদল সরকার বানরগুলোর মুখে কিছু খাবার তুলে দিয়েছিলেন। আর মঙ্গলবার সকালে বানরগুলোর মুখে খাবার তুলে দিতে ছুটে আসেন 'বরমী বন্ধু ম' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি আশরাফ মোল্লাহ জানান, পুরো বাজার ঘুরে ঘুরে তারা সব বানরের মুখে খাবার তুলে দিয়েছেন। আরও বেশ কিছুদিন তারা খাবার সরবরাহ করবেন।
স্থানীয়রা বলেন, 'প্রতিদিনই দুইটা-একটি করে বানর মারা যাচ্ছে। সরকারিভাবেই বানরগুলোর জন্য খাবার সরবরাহ করা উচিত।'
মন্তব্য করুন