- সারাদেশ
- রংপুর বিভাগে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত
রংপুর বিভাগে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

রংপুর বিভাগের ৩ জেলায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা হলেন- রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার স্বপ্না বেগম (৩৫), গাইবান্ধার সাদুল্ল্যাপুরের রুবি বেগম (২০) ও কুড়িগ্রাম জেলার রৌমারীর আনিসুর রহমান (২৪)।
গাইবান্ধার রুবি বেগম চলতি মাসের ১৫ তারিখে ঢাকা ও কুড়িগ্রামের আনিসুর রহমান চলতি মাসের ৮ তারিখে গাজীপুর থেকে এসেছেন বলে জানা যায়। রংপুর নগরীর স্বপ্না বেগম সদর হাসপাতালে চাকরি করতেন বলে একটি সূত্র জানিয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজে ৯৪ জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষায় বুধবার নতুন করে ৩ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
মন্তব্য করুন