- সারাদেশ
- শিবগঞ্জে 'হৃদয়ে মানবতা' সংঘের খাবার বিতরণ
শিবগঞ্জে 'হৃদয়ে মানবতা' সংঘের খাবার বিতরণ

বগুড়ার শিবগঞ্জে 'হৃদয়ে মানবতা' নামের একটি সেবামূলক সংঘের উদ্যোগে ৫৬টি কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদাণ করা হয়েছে। করোনা নিয়ে সংকটে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিক্সাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক চাষীসহ বিভিন্ন শ্রেণি পেশার দরিদ্র মানুষকে মঙ্গলবার এই সহায়তা দেওয়া হয়।
সংঘের সদস্যরা জানান, মানবতার দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ১২ বছর আগে তারা এই সেবামূলক সংঘ গড়ে তোলেন। শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের কুকিকালিদাস গ্রামের কিছু উদ্যোমী তরুণের উদ্যোগে এটি গঠিত হয়। তাড়াই আজ দরিদ্রদের দিকে সহযোগিতার হাত বাড়ালেন। তারা আরও বলেন, স্থানীয় সামর্থবানরা তাদের এই কাজে সহযোগিতা ও উৎসাহ দিচ্ছেন।
সংগঠনের সদস্যদের মধ্যে রাজু, রনি, বেলাল, শিহাব, বিপুল, সাইফুল, পলাশ, সুফল, জুয়েল, নয়ন, মোমিন ও তপু খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন। 'হৃদয়ে মানবতা' ২০০৮ সাল থেকে স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন