বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার এক নারী (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানান, গত ১৬ এপ্রিল ওই নারী ও তার স্বামীসহ আপশাপাশের ১৪ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার দিনগত রাতে পাওয়া তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। বাকি ১৩ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। 

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, করোনা সংক্রমণ এড়াতে মেরাখোলা মুসলিম পাড়া ও আশপাশের এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।