নরসিংদীতে আরো ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা এখন ১৬৫ জন। আক্রান্তদের মধ্যে ৫ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন। 

এদিকে আইইডিসিআর এর তথ্য মতে, নরসিংদী থেকে সরাসরি ভর্তি হওয়া এক করোনা রোগী গত ১৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান। এছাড়া অপর এক রোগী সরাসরি আইইডিসিআরে নমুনা পরীক্ষা করালে তার করোনা পজেটিভ আসে। এই দুইজনসহ নরসিংদীতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জন।