সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে আরো ৩ হাজার ৪৯৫ জনকে। 

মেডিকেল কলেজ হাসাপাতালে আইসোলেশনে রয়েছেন ছয়জন এবং যুব উন্নয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরও সাতজন। 

এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ২৫৫ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে মৃত তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার নৈশপ্রহরী আব্দুর রহিম ও আশাশুনির কাকবাশিয়া গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিমের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ওই দুই পরিবারের সবারই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।