- সারাদেশ
- প্রেমিকার বাড়ির সামনের গাছে তরুণের মরদেহ
প্রেমিকার বাড়ির সামনের গাছে তরুণের মরদেহ

ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুরে প্রেমিকার বাড়ির সামনের তেঁতুলগাছ থেকে আবদুল মোমিন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আবদুল মোমিন উপজেলার আড়িয়া ইউনিয়নের জামুল্পুা নতুনপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
মোমিনের এক প্রতিবেশী জানান, মোমিন একই এলাকার এক মেয়েকে ভালোবাসতেন। সোমবার রাতে গোপনে ওই মেয়েকে অন্যত্র বিয়ে দেন অভিভাবকরা। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
তবে মোমিনের আত্মীয়দের দাবি, মঙ্গলবার মোমিনের সঙ্গে ওই মেয়ের বাবার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে তাকে ওই মেয়ের পরিবার হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন