- সারাদেশ
- গাজীপুরে বিএনপির পক্ষে খাবার বিতরণ
গাজীপুরে বিএনপির পক্ষে খাবার বিতরণ

গাজীপুর জেলা বিএনপির পক্ষে প্রায় এক হাজার কর্মহীন অসহায় পরিবারে চাল ডাল তেল নুন ও ১০টি করে ডিম পৌঁছে দেওয়া হয়েছে। শ্রীপুরের সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর মণ্ডলের উদ্যোগে বুধবার সকালে পৌরসভার কেওয়া এলাকায় ওই ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শহীদ।
পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে দলীয় নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন এ বিষয়ে সমকালকে বলেন, দলীয় সকল নেতাকর্মীকে যার যার সাধ্য মতো কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর মণ্ডল নিজের উদ্যোগে বিএনপির পক্ষে এই ত্রাণ দিয়েছেন।
মন্তব্য করুন