- সারাদেশ
- ইন্দুরকানীতে ত্রাণ চাইতে গিয়ে মেম্বারের কাছে লাঞ্ছিত বৃদ্ধ
ইন্দুরকানীতে ত্রাণ চাইতে গিয়ে মেম্বারের কাছে লাঞ্ছিত বৃদ্ধ

বৃদ্ধ ইসমাইল খান
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ত্রাণ চাইতে গিয়ে মেম্বারের কাছে লাঞ্ছিত হয়েছেন ৮০ বছরের বৃদ্ধ ইসমাইল খান।
মঙ্গলবার বিকেলে উপজেলার কলারণ তালুকদার হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,পশ্চিম কলারণ গ্রামের এসমাইল খান করোনার জন্য বিতরণ করা কোনো ত্রাণ না পেয়ে ওই ওয়াডের্র ইউপি সদস্য মো. শাহাজাহানের কাছে ত্রাণের কথা বলেন।
এ বিষয়ে বৃদ্ধ এসমাইল খান বলেন, ‘আমি মেম্বরের কাছে ত্রাণ চাইলে তিনি আমকে বলেন, তুই যাকে ভোট দিছ সে তোরে ত্রাণ দেবে। আমি প্রতিবাদ করলে আমাকে গলা ধাক্কা দিয়ে বলেন, তুই এখন বাড়ি যা।’
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন এ বৃদ্ধ।
তবে ইউপি সদস্য মো. শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি জানান, ৫ টার পরে কলারণ তালুকাদার বাজারে গিয়ে দেখি লোকজনের ভিড়। আমি লোকজন সমাগম না করে বাড়ি যেতে বলি। তখন ওই বৃদ্ধ ত্রাণের কথা বলে আমাকে ঘিরে ধরেন। তখন তাকে আমি বাড়ি যেতে বলি, গলাধাক্কা দেয়নি। তবে এলাকার কেউ আমাকে হেয় করার জন্য এসব করছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, ওই বৃদ্ধ আমার কাছেএসেছিল মেম্বরের কাছে ত্রাণ চেয়েছেন বলে কথা কাটাকাটি হয়েছে। তবে গলা ধাক্কার কথা সে আমাকে বলেনি। তবে বিষয়টি আমি দেখব। সব কিছু লিখে রেখেছি।
মন্তব্য করুন