নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সের পেছনে এবং সানারপাড় পিডিকে সিএনজি পাম্পের সামনে পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

সকালে পথচারী ও স্থানীয়রা মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

সানারপাড় পিডিকে পাম্পের সামনে থেকে উদ্ধার করা অজ্ঞাত বৃদ্ধের বয়স অনুমানিক ৫৫-৬০ বছর। শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সের পেছনে একটি বাসের কাউন্টার থেকে ৬৫ বছর বয়সী আরেকজনের অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে।