গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী মানিকগঞ্জ এলাকা থেকে সরকারি ভিজিডি কার্ডের ৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী (মানিকগঞ্জ) গ্রামের হোসেন আলীর (৪৩) বাড়ি থেকে থেকে এ চাল উদ্ধার করা হয়। 

কচুয়া ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হোসেন আলীর বাড়ি থেকে ৮ বস্তা চাল ও ১১ টি ভিজিডি কার্ডের খালি বস্তা উদ্ধার করে পুলিশ। 

কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, চাল উদ্ধারের ঘটনাটি ইউপি সদস্য আমাকে জানিয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহম্মেদ ও সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন ঘটনাস্থলে এসে চালের বস্তাগুলো উদ্ধার করেন। 

এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, উদ্ধার করা চাল থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।