নেত্রকোণার কলমাকান্দায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অকারণে বাইরে ঘোরাঘুরি করা লোকজনের কাছ থেকে নির্দিষ্ট পরিমান ত্রাণসামগ্রী আদায় করে তা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা সদরের থানা মোড়ে অযথা ঘোরাঘুরি করা ব্যক্তিদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন ইউএনও মো. সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ জনের প্রত্যেকের কাছ থেকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি লবণ জরিমানা হিসেবে আদায় করা হয়।

ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়লে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলমাকান্দা সচেতন মহল। ইউএনও'র ব্যতিক্রমী এ অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানান অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা সমকালকে জানান, চলাচলে বিধিনিষেধ থাকলেও অনেকে তা মানছেন না। সেজন্য কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। আইন অমান্য করলে জরিমানা হিসেবে ত্রাণসামগ্রী আদায় করে কর্মহীন দরিদ্র পরিবারগুলোর মাঝে তা বিতরণ করা হচ্ছে।