ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই এই উপজেলায় করোনায় আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন।

তিনি বলেন, এই প্রথম উপজেলাতে করোনা পজিটিভের তথ্য পাওয়া গেলো। আক্রান্ত ওই ব্যক্তিকে ঝিনাইদহ সদরের চাকলাপাড়া রাখা হয়েছে।