সোনারগাঁয়ে দিন দিন বেড়ে চলছে করোনা শনাক্তের সংখ্যা। সোমবার পর্যন্ত এ উপজেলায় ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকার সোনারগাঁয়ের প্রথম করোনা রোগী আবু বকর সিদ্দিকের বাড়ির আরো তিনজন আক্রান্ত হওয়ার পর সোনারগাঁয়ে  আরো দুজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এদের মধ্যে বৈদ্যেরবাজার এলাকায় আরো একজন শনাক্ত হয়। 

এছাড়াও মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় আরো একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২১ এপ্রিল মঙ্গলবার নমুনা পরীক্ষার পর এ দুজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগীর  সংখ্যা ১২ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোনারগাঁয়ে দু’জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, সোনারগাঁয়ে করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে। সচেতন না হওয়ার কারণে এ করোনা ছড়িয়ে পড়ছে।