ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। সোমবার বেলা ১১টায় তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা. রাশেদ আল মামুন। এ নিয়ে দুইদিনে শৈলকুপায় ৩ জনের করোনা শনাক্ত হলো। এরা সবাই স্বাস্থ্যকর্মী।
ডা. রাশেদ আল মামুন জানান, রোববার হাসপাতালের এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানকার সব কর্মীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। তিনি বলেন, সোমবার ঝিনাইদহে যে চার ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে দুইজন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী।