নড়াইলের সদর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন তথ্যটি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় ৭ জন চিকিৎসকসহ করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ জন।
সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বলেন, যশোর ল্যাবে এ পর্যন্ত  জেলা থেকে মোট ২১৩ টি নমুনা পাঠানো হয়েছিল। সোমবার সকাল ৯ টা পর্যন্ত ৯৪ টির রির্পোট পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুইজন চিকিৎসকের নমুনা পজেটিভ এসেছে। তিনি জানান, আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। জেলা লকডাউন প্রসঙ্গে তিনি জানান, নড়াইল শহরে আক্রান্তদের নির্দিষ্ট এলাকা লকডাউন করা হয়েছে। সব জায়গায় লকডাউনের পরিকল্পনা এখন পর্যন্ত নেওয়া হয়নি।